জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি :
আগামী শনিবার (৩০ নভেম্বর ) সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির জনসমাবেশকে সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর ) সন্ধ্যায় ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুড়ির দোকান এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাংগাঠিক সম্পাদক ও জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়াও ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মাখলেকুল মান্নান পায়েল, মহিলা সম্পাদিকা এড মাসুদা বেগম সম্পা, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাসান ইমাম সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
৩০ নভেম্বরে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনকে স্বাগত জানাতে এবং ঐদিনের নৈরাজ্য বিরোধী সমাবেশে সর্বোচ্চ লোক নিয়ে সবচে বড় শোডাউন করার ঘোষণা দেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। পরে বক্তব্য রাখেন ইউনিয়ন ও থানা বিএনপির নেতৃবৃন্দ। ৬ নং ওয়ার্ড বিএনপির প্রতি পুর্ন আস্থা রেখে প্রধান অতিথি হাসান মাহমুদ পলাশ বলেন, ৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী সেটা আমরা জানি। এই ওয়ার্ডের মানুষ আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনকে প্রচন্ড ভালোবাসে, তাই জনসমাবেশে ৬ নং ওয়ার্ডের ব্যাপক শোডাউন থাকবে - এবিষয়ে আমাদের সন্দেহ নেই। পাশাপাশি জনসমাবেশটিকে সফলভাবে সম্পন্ন করতে ৬ নং ওয়ার্ড বিএনপি এবং এলাকাবাসীর সহায়তা কামনা করেন তিনি।
অফিস: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, হাজী সোনামিয়া মার্কেট, উত্তর সাইনবোর্ড।
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net