ফাহাদুল ইসলাম সোনার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা জনগণের নিরাপত্তার জন্য ফুটওভার ব্রিজটি এখন হকার ও ফুটপাত দখলে। যানজট নিরসনের জন্য ও মানুষের জানমাল নিরাপত্তাযর জন্য ফুটওভার ব্রিজটি থাকলেও দূর্ভোগে পথচারী ও সাধারণ জনগণ। চোরাস্তা ফুটওভার ব্রিজটি পূর্ব-পশ্চিম পাশে মানুষের যাতায়াতের জন্য করা হলেও অধিকাংশ সময় লক্ষ করা যায় ফুটপাত, হকারদের ব্যস্ততা। জনগণের রাস্তা ব্লক করে তীব্র জ্যাম সৃষ্টি করে কেনাবেচায় ব্যস্ত হকাররা। এই ব্যস্ততার মাঝে চুরি ,ডাকাতি, ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে। তাই ভোক্তভোগী ,পথচারীদের বক্তব্য হল, এই ফুটওভার বৃষ্টি সম্পূর্ণ দখলমুক্ত এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। যাতে করে কোনভাবে চলাচলে বিঘ্ন না ঘটে এবং জ্যাম সৃষ্টি না হয়, আর সেই সুবাদে কিছু কুচক্রী মহল এখান থেকে কোন ফায়দা লুটতে না পারে।