সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাড়াটে বাহিনী দিয়ে জমি দখল নিতে দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এসময় হামলাকারীরা ৫ জনকে পিটিয়ে আহত করে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, ভুলতা এলাকার সাদেকুর রহমান ও তার পরিবার ভুলতা মৌজার ৩২ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রায় ৪৮ বছর ধরে ভোগ দখল করে আসছে।
সেই জমি থেকে ৮ শতাংশ জমি স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভূইয়ার নিজ মালিকানাধীন দাবী করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান সেই জমি দখলে নিতে দেশীয় অস্ত্র শাস্ত্রে সজ্জিত হয়ে ৮০/৯০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায় হামলাকারীরা ৫ জনকে বেধরক মারধোর করে। একপর্যায়ে হামার দিয়ে জমিতে থাকা একটি দোকান ভাংচুর ও লুটপাট করে দখল নেয়ার চেষ্টা করে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এব্যাপারে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামলা ও ভাংচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, ৮ শতাংশ জমি তার পিতার ক্রয়কৃত সম্পদ। এটা সাদেকুর দখল করে রেখেছে। এ ঘটনায় আদালতে মামলা চলছে। মামলায় যা রায় হয় তিনি মেনে নিবেন।
রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলার সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net