১ হাজার ৫০১ বোতল ফেনসিডিলসহ নারায়ণগঞ্জের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা নারায়ণগঞ্জে মাদক ব্যবসা করতেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ক্যাভার্ডভ্যান জব্দ করা হয়েছিল।
গ্রেফতারকৃরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদিতমারী (বিন্নাগারী) গ্রামের মো. হোসেনের ছেলে সেলিম (৩২) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়ার ছেলে মো. কাওসার মিয়া (৪০)। তারা ফতুল্লা থানার মাসদাইর এলাকার পৃথক দুটি বাসায় ভাড়া থাকেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বুধবার দিবাগত রাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই জনকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ক্যাভার্ডভ্যান জব্দ করে।