
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় সিদ্ধিরগঞ্জে মসজিদে যুবলীগ নেতা মাসুদ রানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারী) জুম্মা নামাজ শেষে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।এসময় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় মুসল্লীদের অংশগ্রহনে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে দোয় প্রার্থনা করা হয়।নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনুর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মাসুদ রানার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানসহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।