ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার দরিকান্দী বাংলা ফুড কারখানার সামনে থেকে অজ্ঞাত (৩৪) ব্যাক্তির লাশ উদ্ধার করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার(২১জানুয়ারী)ভোরে পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাংলা ফুড কারখানার সামনে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশটি উদ্ধার করে পুলিশ।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসআই নুরুল ইসলামকে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের লাশ জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হবে। তবে প্রাথমিক ভাবে নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।