আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার থেকে ১ কেজি গাঁজাসহ মো. রুবেল (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকালে বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার ইছাপুরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আসামীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন , শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক চালানের খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটক রুবেল স্বীকার করে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে আড়াইহাজারসহ বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছে।