রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদী কর্তৃক প্রদত্ত চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন।

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | ১১:১০ অপরাহ্ণ

প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদী কর্তৃক প্রদত্ত চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন।

নরসিংদী পৌর এলাকার বানিয়াছল মহল্লার দরিদ্র সেলুন কর্মী (ক্ষৌরকার) অজিত শীল জটিল কিডনি এবং হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আগামী রবিবার তার হার্টে রিং পরানো হবে।তার চিকিৎসার জন্য বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। বিষয়টি প্রত্যাশা ফাউন্ডেশন, নরসিংদীর সদস্যরা অবগত হওয়ার পর ফাউন্ডেশনের সদস্য হানিফ খান, আতিক সিকদার সবুজ, রাজু ভূঁইয়া, ওমর ফারুক অজিত শীলের বাড়িতে উপস্থিত হয়ে অজিত শীল এর সমন্ধীর নিকট তার চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন। অজিত শীল দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে আক্রান্ত। সম্প্রতি তার হার্টের রোগ ধরা পড়ে এবং চিকিৎসার জন্য সে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানান যে তার হার্টে ব্লক আছে এবং শীঘ্রই তার হার্টে রিং প্রতিস্থাপন না করলে অজিত শীল এর জীবনের আশঙ্কা আছে। অজিত শীলের পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করলেও অর্থের জন্য তার চিকিৎসা আটকে যায়। পরিবারের নিজস্ব জমাকৃত অর্থসহ প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদী কর্তৃক প্রদত্ত অনুদানের অর্থ দিয়ে আগামী রবিবার অজিত শীল এর হার্টের রিং পরানো হবে বলে পরিবার সূত্রে জানা যায়। অজিত শীল এর সম্বন্ধী জানান যে, ফাউন্ডেশন এর প্রদত্ত অনুদানের কারণে দ্রুততার ভিত্তিতে অজিত শীলের হার্টি রিং পরানো সম্ভব হচ্ছে। তিনি অজিত শীলের পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন