সোহেল কবির,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৩ শত ১২ বোতল বিদেশী মদ সহ মোঃ জামির মিয়া (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় জেলার রূপগঞ্জ থানার মাহনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় মোঃআরমান নামের অপর এক মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত জামির মিয়া রুপগঞ্জ থানার মাহনা পূর্বপাড়ার মৃত আতিকুর রহমানের পুত্র।
জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ‘ক’ অঞ্চলের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ, সহকারী উপ- পরিদর্শক মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যা ছয়টার দিকে রূপগঞ্জ থানার মাহনার সুরুজ হাজীর আম বাগানের দক্ষিণ পাশের বাগানের গেইটের সামনে অভিযান চালিয়ে ৩ শত ১২ বোতল বিদেশী মদ সহ মোঃ জামির মিয়া নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় মোঃআরমান নামের অপর এক মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ আতাউর রহমান বাদী হয়ে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে