মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ

রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোহেল কবির,স্টাফ রিপোর্টার ঃ

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পীগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬জানুয়ারি )সর্ববৃহৎ শিল্পীগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের
নিজস্ব অর্থ্যায়নে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাগানবাড়িতে ৫ হাজার অসহায় ও দুস্থদ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আবু হেনা, বিশিষ্ট কথা সাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক এমদাদুল হক মিলন, কাঞ্চন পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ আরো অনেকে।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে রফিকুল ইসলাম রফিক ও এমদাদুল হক মিলন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন