নিজস্ব প্রতিবেদকঃ নিতাইগঞ্জ থেকে সাইনবাের্ড মােড় এবং চিটাগাং রােড হয়ে পঞ্চবটি পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তাব দিয়ে ছিল নারায়ণগঞ্জ সিটি করপােরেশন । সরকারের মন্ত্রিসভা কমিটি থেকেও প্রস্তাবে সায় দিয়েছেন । বাকি ছিল সম্ভাব্যতা যাচাই করা । এমন অবস্থায় দাতা সংস্থা না পেয়ে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে । যােগাযােত খাতের জন্য নারায়ণগঞ্জ সিটি করপােরেশনের কাছে প্রস্তাব চাওয়া হয় ।
২০১৮ সালে নারায়ণগঞ্জ সিটি করপােরেশন থেকে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তাব পাঠানাে হয়ে ছিল । নাম দেওয়া হয় নারায়ণঞ্জ সিটি করপােরেশনে লাইট রেল ট্রানজিট ( এলআরটি ) স্থাপনের নীতিগত প্রস্তাব ‘ । ওই বছরের ২০ নভেম্বর প্রকল্পটিকে সরকারের মন্ত্রিসভার কমিটির অনুমােদন করা হয়ে ছিল । নীতিগত প্রস্তাবে উল্লেখ করা হয় , বিশ্বের ৩৮৮ টি নগরিতে ইলেকট্রিক ট্রেন চালু আছে । নারায়ণগঞ্জের এ প্রকল্পটি ‘ জিটুজি ভিত্তিতে এবং পিপিপি পদ্ধতিতে বাস্তবায়ন করার কথা ছিল । এর মধ্যে নগরীর নিতাইগঞ্জ থেে হয়ে সাইনবাের্ড মােড় পর্যন্ত একটি রুটের দৈঘ্য হবে ১১ কিলােমিটার । আর চিটাগাং রােড হয়ে পঞ্চবটি পর্যন্ত আরেকটি রুট ১২ কিলােমিটার দীর্ঘ ।
ইলেকট্রিক ট্রেন চালু হলে এসব রুটে প্রতিদিন গড়ে ১ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পরতাে । দুই লাইনের ইন্টারচেইঞ্জ স্টেশন তাে চাষাঢ়ায় । প্রকল্পটি নিয়ে নারায়ণগঞ্জের নগর পরিকল্পনাবিদ মাে . মঈনুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন , মন্ত্রীসভা থেকে প্রকল্পটি অনুমােতি দিলেও দাতা সংস্থা না পেয়ে প্রকল্পটি এখন বন্ধ রয়েছে