সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ন্যশনাল ক্যাডেট কোর নৌ উইং এর উদ্দ্যেগে শীত বস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | ৩:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ ন্যশনাল ক্যাডেট কোর নৌ উইং এর উদ্দ্যেগে শীত বস্ত্র  কম্বল ও মাস্ক বিতরণ

মুশফিকুর রহমান: গত মঙ্গলবার সকাল ১১ঘটিকায় রাজধানী যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাজী লতিফ ভূইয়া ইউনিভার্সিটি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে জ্ঞান, শৃংখলা ও
সেচ্ছাসেবা- এ তিন মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নিরলস কাজ করে যাচ্ছে মানবসেবার ব্রত নিয়ে। স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নৌ উইং-এর
অন্তর্গত ঢাকা ফ্লোটিলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবা ক্যাম্পিং আয়োজন করেছে। স্বেচ্ছাসেবা সপ্তাহের আওতায় জনসাধারনের মধ্যে করোনা মহামারী প্রতিরোধ ও
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে। গত ২১ডিসেম্বর হতে শুরু হওয়া এই কার্যক্রম ২৭ডিসেম্বর ২০২০ পর্যন্ত ঢাকা ও এর আশেপাশের এলাকায় পর্যাক্রমে পরিচালিত হবে। উক্ত অনুষ্ঠানে
সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় ঢাকার মাতুয়াইলে অনুষ্ঠিত হয়েছে দুস্থদের মাঝে কম্বল বিতরণ, জনসাধারণের মাঝে কোভিড-১৯ সংক্রমন রোধে সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ এবং সচেতনতা মূলক র‌্যালি। এ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশে রয়েছে নানা অর্জন ও চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অবিস্মরনীয় গৌরবদীপ্ত
চূড়ান্ত বিজয় দিবসের মহতী চেতনাকে ঘিরে আমাদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের বিজয় আমাদের অহংকার আনন্দের পূর্ণতা পাবে আর প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এর স্বপ্নময়ী কাঙ্খিত সোনার বাংলাদেশ । এতে বিএনসিসি নৌ উইংয়ের অন্তর্গত ঢাকা ফ্লোটিলার আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট, বিএনসিসিও, পিইউও অংশগ্রহন করেন। এ
সময় আরও উপস্থিত ঠিলেন বিএনসিসি নৌ উইং এর উপ পরিচালক এবং ঢাকা ফ্লোটিলার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো: ওমর ফারুক (সি), বিসিজিএম, বিএন সাংবাদিকদের বলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার
পাকিস্তানি বাহীনিকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তি যোদ্ধা নয় মাসের
রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন তাদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো শান্তর নুর খান শান্ত মাতুয়াইল ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক, আবু নোমান মো:
মতিউর রহমান প্রিন্সিপাল, মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া ইউনির্ভাসিটি কলেজ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন