অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের বিদায় ও নব্য পদায়িত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ মুস্তাইন বিল্লাহকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একই সাথে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিদায় ও সদ্য পদায়িত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমকে বরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগের পক্ষ থেকে সদ্য পদায়িত জেলা প্রশাসকগণকে বরণ করে নেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসকগণের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।