সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স এর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মোঃ জুয়েল রহমান (২৫)’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ২,৭৫০/- টাকা উদ্ধার করা হয়। শুক্রবার ১৮ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র অভিযানে চাঁদাবাজ জুয়েল রহমানকে গ্রেফতার করা হয়।এসময় উপস্থিত স্বাক্ষী, লেগুনা চালক ও গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে র্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযানের ফলেচি টাগাং রোডে চাঁদাবাজি দীর্ঘদিন বন্ধ থাকলেও সম্প্রতি একটি চাঁদাবাজ চক্র চিটাগাং রোড হতে যাত্রাবাড়ী লেইনে চলাচলরত লেগুনা হতে চাঁদাবাজি শুরু করে।উক্ত চাঁদাবাজ চক্র চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে লেগুনা প্রতি ১৮০/- টাকা আদায় করে আসছে। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে মোঃ রাশেদ এর নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এলাকায় চলাচলরত লেগুনা ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে যোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।