সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মস্তক বিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০ | ৫:৪৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মস্তক বিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক গ্রামে বিল্লাল হোসেন(৪৫) নামে এক ব্যক্তির মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে মীরেরটেক ফাঁড়ি পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক গ্রামের এক জঙ্গল থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে পুলিশ নিহত বিল্লালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে নিহত বিল্লালের মাথাটি উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন পুলিশ। নিহত বিল্লাল হোসেন মিরেরটেক গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। মিরেরটেক বাজারে বিল্লাল হোসেন চায়ের দোকানের ব্যবসা করতো।

মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সোমবার সকালে মীরেরটেক গ্রামের গভীর জঙ্গলের ভেতর একটি মস্তক বিহীন লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে জেলা ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরো জানান, নিহত বিল্লাল হোসেন মীরেরটেক বাজারে চায়ের দোকানদারী করতো। কি কারণে কারা তাকে রাতে হত্যা করে লাশটি জঙ্গলে ফেলে রেখে মাথাটি কেটে নিয়ে গেছে তা তিনি জানাতে পারেননি। তবে হত্যার কারণ ও আসামীদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে তিনি জানিয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন