ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমানকে নবীনগর তৌহিদী জনতা নামে ফেইসবুক গ্রুপ হত্যার হুমকি দিয়েছে। শেখ হাফিজুর রহমানকে ফেইসবুকের মেসেনজারে শুক্রবার ভোর ৬ টা ১৩ মিনিটে এ হত্যার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। যুবলীগ নেতাকে হত্যা করার হুমকির বিষয়টি জানার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তীব্র নিন্দা জানিয়ে পোস্ট করছেন । যুবলীগ নেতা শেখ হাফিজুর রহমান এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করবো। কোন হুমকি ধমকিতে আমাকে কেউ সততা থেকে এক চুল দূরে রাখতে পারবে না। তিনি বলেন, আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবো। যুবলীগ নেতা শেখ হাফিজুর রহমান হুমকির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেইসবুকে তিনি লিখেছেন- #নবীনগরের_তৌহিদী_জনতার_কি_বিভৎস_হুংকার —?? জাতীর জনকের ভাস্কর্য নির্মাণ ও যুবলীগের পক্ষে মৌলবাদ বিরোধী বক্তব্য দেওয়ায় প্রাণে মেরে ফেলার হুমকি — আজ শুক্রবার – ফজরের নামাজ শেষে মোবাইলে চোখ বুলাতেই চোখে পড়ল 01304083237 এই নাম্বার থেকে ম্যাসেজে পাঠানো আমার #মৃত্যুর_পরোয়ানা — লক্ষ/কুটি বঙ্গবন্ধুর আদর্শের অকতোভয় সৈনিকদের কাছে আমার জিজ্ঞাসা #ওরা_কারা – ?? শান্তির জনপদ নবীনগরে এ কোন্ অপশক্তি উত্থান – ? সহযোদ্ধা ভাই-বন্ধুরা – আপনাদের হ্রদয়ে রক্তক্ষরণ না হলে নিশ্চুপ থাকুন আর অপেক্ষা করুন মৃত্যুর পরোয়ানা হয়তো আপনার জন্য ও অপেক্ষা করছে —–? (শুভাকাঙ্ক্ষী থাকলে করুনীয় পরামর্শ দিন )