শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‍্যাব ১১ এর অভিযানে রাজধানী থেকে গ্রেফতার প্রতারক চক্রের দুই সদস্য ..

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ

র‍্যাব ১১ এর অভিযানে রাজধানী থেকে গ্রেফতার প্রতারক চক্রের দুই সদস্য ..

নারায়ণগঞ্জের ডাক.কম ; রাজধানী ঢাকার কাকরাইলে অভিযান চালিয়ে দেশব্যাপী ডিলার নিয়োগের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার ( ২৫ নভেম্বর) বিকাল ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর সদস্যরা।গ্রেফতারকৃতরা হলো, মো. নুর-উর-রহমান তালুকদার (৪৭) ও মো. মজিবুল হক (৪২)। এসময় তাদের প্রতিষ্ঠান ডলফিন ফুড এন্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি কম্পিউটার মনিটর, ০১টি সিপিইউ, বিপুল পরিমাণ সরকারি অনুমোদনহীন ডলফিন ব্র্যান্ডের লোগোযুক্ত পণ্য ডলফিন জুস, ডলফিন আইস ললি,ডলফিন এনার্জী ড্রিংক, ডলফিন সয়াবিন তেল ডিলার নিয়োগের চুক্তিপত্র, ব্যাংক জমা রশিদ ভিজিটিং কার্ড, পণ্য অর্ডার কাটা বই, বিভিন্ন পণ্যের লেবেল এবং পণ্যের ক্যাটালগ জব্দ করা হয়।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে তিনি জানান,একটি সংঘবদ্ধ প্রতারকচক্র ‘ডলফিন ফুড এন্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লি.’ কোম্পানীর পণ্য বাজারজাত করার জন্য উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ডিলার নিয়োগের নামে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিল। ফেসবুক ও অন্যান্য অনলাইন মাধ্যমে তাদের প্রতারণামূলক চটকদার বিজ্ঞাপনের প্রচারণা দেখে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ীরা আকর্ষিত হয়ে তাদের সাথে যোগাযোগ করে। রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে তারা ডিলারশীপ হতে আগ্রহী ব্যবসায়ীদের ডেকে নিয়ে এসে বিএসটিআই এর লোগো ব্যবহার করা ডলফিন ফুড এন্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লি  এর বিভিন্ন ভূয়া ও অনুমোদনহীন পণ্য প্রদর্শণ করে ফাঁদে ফেলে তাদের নিকট হতে মোটা অঙ্কের টাকা নেয়।তিনি আরো জানান, ডিলারগণ টাকা পরিশোধের সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে তাদের পণ্য পাবেন এমন মিথ্যা আশ্বাস দিয়ে তারা প্রতারণামূলকভাবে সাধারণ ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কথিত ‘ডলফিন ফুড এন্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লি এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আকাশ চৌধুরী, আজাদ চৌধুরী, তার স্ত্রী আয়েশা চৌধুরী এবং উক্ত কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর অমরেশ চন্দ্র ঘোষ’দের যোগসাজশে র্দীঘদিন যাবৎ ডিলার নিয়োগের নামে পরিকল্পিতভাবে প্রতারণা করে সাধারণ মানুষের নিকট হতে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন