ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি ঃ আমি কোনো সংসদ সদস্য হিসেবে নয় একজন মুসলমান হিসেবে বলছি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে কাছে পেলে তাকে হত্যা করে হাসি মুখে ফাঁসির কাষ্ঠে যেতেও রাজি। বিগত হাজার বছরে বহু রাষ্ট্র পরিচালক পৃথিবীতে এসেছে কিন্তু আমার নবী হযরত মোহাম্মদ (সাল্লালাহু আলায়হে ওয়াসাল্লাম) এর মতো বিশ্বাসী, সৎ চরিত্রবান নেতা পৃথিবীতে আর আসেনি। মহান আল্লাহর পর তিনিই সর্বস্রেষ্ট মর্যাদার অধিকারী। পরবর্তী সংসদ অধিবেশনে ফ্রান্সের সঙ্গে সকল কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রসঙ্গে আমি উত্থাপন করবো এবং কাদিয়ানীরা অমুসলিম, তাদের হেড অফিস লন্ডনে অবস্থিত। আমি আমার অবস্থান থেকে সর্বদা কাদিয়ানীদের বিরোধিতা করে যাবো এবং আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর নির্দেশে সোনারগাঁয়ের গৌরবান্বিত ইতিহাস প্রজ্জলিত রাখার জন্য মহান আল্লাহ ইচ্ছায় সোনারগাঁয়ে শরফুদ্দিন আবু তাওয়ামাহ্ রহ. এডুকেশন ফাউন্ডেশনের আওতায় ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। সোনারগাঁ উপজেলার পৌরসভা আমিনপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে শাইখুল ইসলাম মরহুম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নারায়নগঞ্জ-৩ আসনের সাংসদ ও শরফুদ্দিন আবু তাওয়ামাহ্ রহ. এডুকেশন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা এমপি। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তব্য পেশ করেন জমিয়া রহমানিয়ার পরিচালক শাইখুল হদীস আল্লামা মামুনুল হক দা. বা., প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিঃ সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী দা. বা.। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লমা নুরুল ইসলাম জিহাদী ও নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা ফটিকছড়ির মুহতামিম আল্লামা শাহ্ সালাউদ্দিন দা. বা.। তাছাড়া আরো বক্তব্য রাখেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ দেশ বরেণ্য ওলামা-মাশায়েখ গন। অনুষ্ঠানের আরজগুজার করেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড সোনারগাঁ উপজেলা সিঃ সহ-সভাপতি মাওলানা উবাইদুল কাদের নদভী কাসেমী ও সোনারগাঁ উপজেলা ইমাম-ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন। অবশেষে মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড সোনারগাঁ উপজেলা সভাপতি মুফতি হাতেম দা. বা.।