স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহ-ধর্মিণী সালমা ওসমান লিপি সহ ওসমান পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২ই নভেম্বর) দুপুরে আদালত পাড়ায় নব নির্মিত বার ভবনের নিচতলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া’র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহ-ধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এর রোগমুক্তি কামনায় ও প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্য ছাড়াও করোনায় আক্রান্ত সকল নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ এডঃ হোসনে আরা বেগম বাবলী, পাবলিক প্রসিকিউটর পিপি এডঃ ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ হাসান ফেরদৌস জুয়েল ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ মাহবুবুর রহমান প্রমুখ।