বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ ১’শ গ্রাম গাঁজাসহ তানিম ওসমান (৩৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ৩১ অক্টোবর শনিবার দুপুর ১টায় বন্দর থানার ২৪নং ওয়ার্ডস্থ দেঊলী চৌরাপাড়া এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তানিম ওসমান ওই এলাকার রেজাউল করিম মিয়ার ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীকে উক্ত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।