শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীজিকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনে প্রতিবাদে ইমাম  ঐক্য পরিষদ কাশীপুরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ২:০৪ অপরাহ্ণ

নবীজিকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনে প্রতিবাদে ইমাম   ঐক্য পরিষদ কাশীপুরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি:ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনে ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদে ইমাম ঐক্য পরিষদ কাশীপুরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুম্মা কাশীপুর হাটখোলা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও কাউন্সিল শাহী মসজিদের খতিব হাফিজুর রহমান আশেকী বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)  কে শুধুমাত্র মুসলমানদের জন্য প্রেরণ করা হয়নি বরং সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। কোন প্রকৃত মুসলমান কখনো অন্য ধর্মের প্রতি বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেনা। কিন্তু ফ্রান্সের প্রসিডেন্ট নবীজিকে নিয়ে যে ব্যাঙ্গ বিদ্রুপ করেছে তার জবাব তাকে দিতেই হবে। এমনকি আমাদের পাশের দেশ ভারত যাকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে জানি তারাও ফ্রান্সের পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য করছে। ভারত আমাদের যতই কাছের হোকনা কেনো কোন ঈমানদার ব্যক্তি ভারতের পক্ষ নিতে পারেনা।

তিনি আরো বলেন, আমাদের পক্ষ থেকে সরকারের কাছে ৭টি দাবী রয়েছে। আর সেগুলো হলো, ১। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ২। ফ্রান্সের সব ধরনের পণ্য বর্জন করতে হবে। ৩। ফ্রান্স সরকারকে বিশ্বের সকল মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৪। সারা বিশ্বে মুসলিম নিপীড়ন বন্ধ করতে হবে। ৫। বাংলাদেশের পার্লামেন্টে রাষ্ট্রীয় ভাবে ফ্রান্স সরকারের প্রতি নিন্দা জানাতে হবে। ৬। আন্তর্জাতিক বিচার বিভাগে মানহানি মামলা করে অপরাধীদের শাস্তি আওতা আনার ব্যবস্থা করতে হবে। ৭। বাংলাদেশে ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সভাপতি মুফতি আব্দুল হান্নান, সহ-সভাপতি মাওলানা ইবরাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক মুফতি রিয়াজুদ্দিন আহমাদ, অর্থ সম্পাদক মুফতি মোঃ শরীফ, সহ অর্থ সম্পাদক মুফতি সোহাইল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন, প্রচার সম্পাদক মুফতি মুজাম্মিল হক, কার্যকরী সদস্য-১ মুফতি শরীফুল ইসলাম, সদস্য মুফতি আবু হুরায়রা, মুফতি আবু তাহের, মুফতি আব্দুল কাইয়ুম, মুফতি আকবর হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি হাসান বাহার, মুফতি আনোয়ার হোসেন, মুফতি সোহাইল আহমাদ, মুফতি আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মুফতি কামালুদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ, হাফেজ ফেরদাউসুর রহমান, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ফয়সাল আহমাদ সানি, মাওলানা রেজাউল করীম, মুফতি মিজানুর রহমান সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লিগণ। সমাবেশের পূর্বে কাশীপুরের বিভিন্ন মসজিদ হতে মুসুল্লিগণ মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে জড়ো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন