বিশেষ প্রতিনিধি: দৈনিক বিজয় ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার নিজস্ব সংবাদদাতা শেখ মোঃ ইলিয়াছ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি পেশ করেছে সম্মিলিত সাংবাদিক জোট। পরে জেলা পুলিশ সুপার বরাবর একটি স্বারকলিপি প্রেশ করা হয় এ সময় পুলিশ সুপারে অনপস্থিতিতে স্বারকলিপি গ্রহন করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।
মঙ্গলকার বেলা 12টায় সম্মিলিত সাংবাদিক জোটের আহবায়ক ক মল খান ও যুগ্ম আবহবায়ক সাব্বির আহম্মেদ সেন্টুর নেতৃত্বে উক্ত স্বারকলিপি পেশ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ঢাকা রিপোর্টাস ইউনিটির সদস্য মাহফুজ আলম জাহিদ,দৈনিক দেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি খোন্দকার মাসুদুর রহমান দিপু, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাংবাদিক সংগ্রাম পরিষদের সভাপতি মনির হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম আবদুল্লাহ প্রমুখ।