স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব এর আয়োজনে কেক কাটা হয়।
রবিবার (১৮ই অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের ৫ম তলায় ক্লাব এর সভাপতি তানভীর আহমেদ টিটু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা যে উদ্দেশ্যে এই দেশটা গঠন করেছে, আমরা যেনো তার গর্বিত দেশকে এবং মুক্তিযোদ্ধাদের লাল সবুজ পতাকা দিয়ে গেছে আমরা যেনো সেটা ধরে রাখতে পারি। এখন সেটাই আমাদের উদ্দেশ্য।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমান, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল শাহিন উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা ফেরদাউস, এডিশনাল ডিস্ট্রিক্ট জজ ১রাজিয়া সুলতানা, ২সাবিনা ও নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর পরিচালক মোঃ শাহীন ও তোফাজ্জল হোসেন মুকুল প্রমুখ।