মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আত্মহত্যা প্রতিরোধে রূপগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও পথসভা

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৭:০০ অপরাহ্ণ

আত্মহত্যা প্রতিরোধে রূপগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও পথসভা

রূপগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন হয়ে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে দিয়ে গিয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।গবেষক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, আব্দুল মান্নান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, জেলা সমিতির সাধারন সম্পাদক আবু হানিফ হৃদয়, সরকারি মুড়াপাড়া ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোশিয়েশনের সভাপতি ইউসূফ চৌধুরী প্রমুখ।মানবনন্ধন ও পথসভায় রূপগঞ্জ প্রেসক্লাবের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা গ্রাজুয়েট এসোশিয়েশন, একতা ব্লাড ফাউন্ডেশন, রক্তের বন্ধন ফাউন্ডেশন, আমরা জোনাকির দল, গণজাগরণ বাউল সাংস্কৃতিক সংস্থা, সোশ্যাল ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।সভায় বক্তারা বলেন, ইদানিং রূপগঞ্জসহ সারা দেশে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর এ আত্নহত্যা কমাতে সকলকে গণসচেতনতা বাড়াতে হবে। প্রতিটি এলাকায় আত্মহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন