
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ : মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠণ গড়ার লক্ষে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) বেলা ১২ টায় চাষাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে পুরনো কমিটি সদস্যদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নবনির্বাচিত কমিটির সদস্যরা।
এছাড়া এবারই ১ম বারের মত আনুষ্ঠানিকতায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচন–২০২০ এ সংগঠনটির গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তাবায়ণে গুরু দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশনারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক এজাজ কোরেশী, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবিন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, রাজনীতিবিদ ও সংগঠক আবু হাসান টিপু, এন.এ.এন টেলিভিশনের সিইও গিয়াস উদ্দিন মন্টু, বেসরকারী টেলিভিশন নিউজ ২৪ এবং কালের কন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, বাংলাদেশ প্রতিদিন এর নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমন চৌধুরী সুমন, হাজি আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল গনি ও মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর সভাপতি বদরুল হক।
এছাড়াও সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন নির্বাচন উপ-পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, যুগ্ম আহ্বায়ক এবং সাংস্কৃতিক বিয়ষক সম্পাদক জাহিরুল ইসলাম মোল্লা সাগর, সদস্য সচিব হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার বাবলু।
শপথ বাক্য পাঠ করেন নব-নির্বাচিত সভাপতি- এন.এ.এন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ সভাপতি- দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু বিপুল ভোটে জয়ী সাধারণ সম্পাদক- আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বিাচিত সাংগঠনিক সম্পাদক- আমার বার্তা নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বিাচিত অর্থ সম্পাদক- জাহিরুল ইসলাম মোল্লা সাগর, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বিাচিত ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বিাচিত কার্যকরি সদস্য- দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কমিটির প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন ভূইয়া, সাধারণ সদস্য দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শাহালম তালুকদার, আমাদের পথের সময় এর সম্পাদক তৌকির আহম্মেদ রাসেল,