শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সাইলো এলাকায় ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ৪:৫২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সাইলো এলাকায় ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আগামী ১২-১৩ অক্টোবর দেশব্যাপী ৪৮ ঘন্টা সকল পণ্য পরিবহণ বন্ধ ধর্মঘট সফল করার লক্ষ্যে ৯ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন পালন করেছে ট্রাক চালক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা নেতৃবৃন্দরা। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জে সাইলো এলাকায় বাংলাদেশ ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিক নেতৃবৃন্দ। এতে ২৬ আগস্ট গাবতলির বেড়িবাধ এলাকায় বি.আই.টি.এ’র অভিযানে ক্ষতিগ্রস্থ মালিকদের ক্ষতিপূরণ ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে যেসব সংশোধনী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইতোপূর্বে দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা’সহ ৯ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিকৃত অন্যান্য দফা সমূহ হলো-প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের মহাসড়কের পাশে এবং জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ করা, এর মাঝে যাত্রাবাড়ী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারাদেশে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ করা, বিআরটিএর কাছে জমা করা ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করা ও তা না দেওয়া পর্যন্ত ড্রাইভারদের লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর সুযোগ দেওয়া, যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার করা, সড়ক ও মহাসড়কে পুলিশি হয়রানি সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করা এবং বিআই ডব্লিউ টিএ এর বিভিন্ন ফেরীঘাট ও টার্মিনাল ঘাট ইজারা দেওয়া বন্ধ করে পূর্বের ন্যায় নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার কার্যকরী কমিটির সভাপতি মোঃ কবির হোসেন, কার্যকরী সভাপতি মোঃ মাসুদ রানা, সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, সহ সম্পাদক মোঃ নুর নবী, সাংগঠনিক সম্পাদক মোঃ নায়েব আলী, অর্থ সম্পাদক মোঃ মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ শরীফ হোসেন, মোঃ ফনা মিয়া, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ হাফিজ উদ্দিন প্রমূখ। এ সময় নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, পণ্য পরিবহণে মালিক-শ্রমিকদের অন্যতম প্রধান সমস্যা টার্মিনাল। ঢাকাসহ সারাদেশে ট্রাক টার্মিনালের সংখ্যা খুবই সামান্য। বিশ্রামাগার না থাকা, ইত্যাদি সংকটে শ্রমিকরা জর্জরিত। এসব কর্মকাণ্ড থেকে আমরা নিস্তার চাই। পরিবহন মালিক ও শ্রমিকদের প্রানের দাবী, ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন