রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ৪:৪৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিকরা। বাংলাদেশ ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক-কর্ভাভভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক নোমান হোসেন টুটুল, কার্যকরী সভাপতি মোঃ কাজী সাত্তার, যুগ্ন সম্পাদক মামুন হাওলাদার, আফাজউদ্দিন, মোঃ আকবর হোসেন সহ মালিক ও শ্রমিক কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় মালিক-শ্রমিক নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, পণ্য পরিবহণে মালিক-শ্রমিকদের অন্যতম প্রধান সমস্যা টার্মিনাল। ঢাকাসহ সারাদেশে ট্রাক টার্মিনালের সংখ্যা খুবই সামান্য। বিশ্রামাগার না থাকা, ইত্যাদি সংকটে শ্রমিকরা জর্জরিত। এছাড়াও পথিমধ্যে অনিয়ম, হয়রানি, জুলুম ও অনৈতিক কর্মকাণ্ড পণ্য পরিবহণ শ্রমিকদের বিষিয়ে তুলেছে। মামলা বা রেকার বিলের নামে মোটা অংকের টাকা আদায় করা একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এসব কর্মকাণ্ড থেকে আমরা নিস্তার চাই। পরিবহন মালিক ও শ্রমিকদের প্রানের দাবী, ট্রাক ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন