বন্দরে প্রেসক্লাবের সামনে দেশব্যাপী চলমান ধর্ষণ ও নিপীড়নসহ বিভিন্ন সামাজিক ও সমস্যার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় বন্দর প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে তাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচিতে সিয়াম সাদাফ অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন সজিব, মিরাজ, সাকিব, আফিফা এবং মাহিবসহ আরো অনেকে।
এসময় অবস্থান কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীদের হাতে লেখা প্রতিবাদের বিভিন্ন বাক্যের প্লেকার্ড দেখিয়ে তারা বলেন, আমরা নিরাপদ সমাজ চাই। আমরা চাই সমাজে আমার বোন নিরাপদ থাকুক তার সম্মান নিয়ে এবং আমার ভাই নিরাপদ থাকুক মাদক থেকে। আমাদের সকলের দাবী এ সমাজ থেকে সকল প্রকারের অন্যায় দুর করা হউক।