শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতার নাম “”রাত””

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ

কবিতার নাম   “”রাত””

” রাত ”

———

জামান ভূঁইয়া

 

রাত —

ঘোর আঁধার

কালো মিচ মিচ আরো

কালো অন্ধকার

জোনাকির আনাগোনা

কোথাও দূরে

শিয়াল কুকুরের ডাক

 

রাত —

গভীর আরো গভীর

শহরে চারদেয়ালের ভিতর

রগ্ঙিন ঝাড় বাতির

ঝলমলে আলোয়

নাচ গানের আসর

নেশায় টালমাটাল হয়ে

রঙিন স্বপ্নে বিভোর

 

রাত —

চাঁদের আলোয়

রঙিন স্বপ্ন দেখে

প্রেম প্রিয়সী

নদীর ধারে বসে

নদীর জলে ঝিলিমিলি

ঢেউ দেখা

শান্ত নদীর পানি

যেন একটা কোমল বিছানা

 

রাত —

গভীর আরো গভীর

আল্লাহর প্রিয় বান্দা

আল্লাহর ভয়ে কাঁদে

চোখের জলে বুক ভাসে

আল্লাহকে সন্তুষ্ট করার

আকুল আবেদন

 

রাত —

দুষ্ট মানুষের

চুরি ডাকাতি করার

মহা সুযোগ আর

নস্ট মানুষের অপকর্ম

কোথাও খুনখারাপি

পৃথিবী ধ্বংস করার

স্বরযন্ত্রে লিপ্ত থাকা

 

রাত —

একমাত্র সৃষ্টি কর্তা

আল্লাহকে ডেকে

তাঁর নৈকট্য লাভের

মহা সুযোগ

লোভ লালসা ত্যাগ

করে এক আল্লাহর

ভয়ে চোখের জল ফেলা

 

রাত —

দিনকে বুঝার

সুযোগ করে দেওয়া

চাঁদকে দেখে দেখে

মনকে কলংক মুক্ত করে

হিংসা বিদ্বেষ ভুলে

নিজেকে পরিশোধিত করা

শান্ত শৃঙ্খলা

বজায় রাখা আর

পরকালের জন্য নিজেকে

সঠিক পথে

চলার জন্য তৈরী করার

সঠিক সময় ।

১৩ – ০৯ – ২০২০ খৃষ্টাব্দ

০১৯১৩২৯৪৩৫৭ , ০১৭৯৯০৫৯০২০




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন